ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীর পূজামণ্ডপে আনসার মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়

রাজধানীর পূজামণ্ডপে আনসার মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গত শুক্রবার বিকালে তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং পরবর্তীতে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন মণ্ডপ পরিদর্শন করেন। ঢাকা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে জেনারেল আবদুল মোতালেব সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও স্বেচ্ছাসেবক কমিটির নেতাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন। মহাপরিচালক উল্লেখ করেন, আনসার ও ভিডিপির সদস্যরা তাদের দায়িত্ব পালনকালে জনগণের সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জরুরি সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করছেন। গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সারা দেশে আনসার-ভিডিপি কর্তৃক সম্ভাব্য ২৮টি অনাকাঙ্ক্ষিত ও উত্তেজনা সৃষ্টির ঘটনা রোধ করা হয়েছে এবং ১৬ জন অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (অপারেশনস) মো. সাইফুল্লাহ্ রাসেল, ঢাকা রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, পরিচালক (ঢাকা মহানগর আনসার) মোহাম্মদ নুরুল আবছার, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, ঢাকার বিভিন্ন জোন অধিনায়ক, গণসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মো. আশিকউজ্জামান, উপপরিচালক (সমন্বয়) নাজমুছ সালেহীন নূর এবং অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত