জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন গেট এলাকায় সংগঠিত ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তা ব্যবস্থার জোরদারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ নতুন কিছু নয়। এর আগেও আমরা বহুবার প্রতিবাদ জানিয়েছি, কিন্তু প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে গেছে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। ছিনতাইকারীদের দ্বারা এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনা আরো ভয়াবহ কিছুতে রূপ নিতে পারত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।