ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণঅভ্যুত্থান হয়েছে

সরোয়ার
দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণঅভ্যুত্থান হয়েছে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই গণঅভ্যুত্থান হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনীতিবীদরা একসাথে মিলেমিশে কাজ করবে। দেশ সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। যেটুকু বাকি থাকবে, সেগুলো নির্বাচিত সরকার করবে। ফলে স্বচ্ছ নির্বাচনের কোনো বিকল্প নেই। গতকাল সোমবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্যা প্রেসে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার আরো বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকরা হাত-ধরাধরি করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মনে করে তাদের নিয়ে কাজ করতে হবে।

গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিগতদিনে গণমাধ্যমে বিভাজনের কারণে দেশ ও জাতির ক্ষতি হয়েছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লা। মিট দ্যা প্রেসে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত