ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ব মান দিবস পালিত

বিশ্ব মান দিবস পালিত

রংপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব মান দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ট্রফিক এন্ড অপারেশন) মোহাম্মদ আলমগীর হোসেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মো. আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি মো. আতিক উল্লাহ এবং রংপুর ক্যাবের সভাপতি মো. আব্দুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রংপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উপ-পরিচালক (পদার্থ) ও অফিস প্রধান প্রকৌ মুবিন-উল-ইসলাম। রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন বলেন বিশ্বের কোন দেশেই ভেজাল খাদ্য গ্রহণযোগ্য নয়। বেকারীসহ বিভিন্ন পণ্যের সব কারখানায় অবশ্য পালনীয় বিষয়সমূহের জন্য আলাদা চেকলিস্ট তৈরি করতে হবে এবং প্রয়োজনে কারখানার কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। খাদ্যপণ্য তৈরিতে জেলাটিনসহ যেসব এডেটিভস ব্যবহার করা হয় সেগুলো অবশ্যই যাচাই করতে হবে যেন কোনো হারাম বা ক্ষতিকর বস্তু ব্যবহৃত না হয়। স্ট্রিটফুড তৈরিতে একই তেল বারবার ব্যবহার না করা এবং হোটেল-রেস্তোরায় পচা-বাসি খাবার পরিবেশন না করার আহ্বান জানান। এ ছাড়াও বিভিন্ন ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য ক্যাব, পুলিশসহ সংশ্লিষ্টদের তৎপর হওয়ার নির্দেশ দেন। আলোচনা অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত