মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের গঙ্গাচড়ায় ২৭০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাজা রাখার দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ রায় প্রদান করেন। রায় ঘোষণার আগেই আসামিরা আদালত থেকে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। মামলার বিবরনে জানা গেছে ২০১১ সালের ২ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়রাম ওঝা গ্রাম থেকে আসামি মো. দছির উদ্দিন পিতা আব্দুল জব্বার, মহুবার রহমান পিতা মৃত আকবর আলীর বাড়িতে তল্লাশী চালিয়ে পুলিশ ২৭২ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাজা উদ্ধার করে। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে চালান দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।

তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলাটি তে সাতজন সাক্ষীর সাক্ষ্য ও জেলা শেষে বিজ্ঞ বিচারক দুই আসামি দছির উদ্দিন ও মহুবার রহমানকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারায় দোষী সাব্যস্ত করে যাজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। অন্যদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (৯১) ও ৭ (ক) ও ২৫ ধারায় দুই আসামিকে আরো ২ বছর সশ্রম কারা- ও ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডের আদেশ দেন।