তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ৪০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করেছে। গতকাল বুধবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে জোবিঅ- সাভারের আওতাধীন আশুলিয়ার পূর্ব সদরপুর ও আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় নেয়া আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমউদ্দিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়। এ ব্যাপারে প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন গণমাধ্যমকে জানান, গতকাল বুধবার সকাল থেকে শুরু করে পূর্ব সদরপুর এবং আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি অবৈধ চক্র তিতাসের হাই-প্রেসার এবং লো-প্রেসার উভয় লাইন থেকে সম্পূর্ণ অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছে। আমরা অভিযানে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি।

এ সময় ৫০০ মিটার অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ অপসারণ করা হয়েছে। অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলোও জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এ সময় আরো উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হোসেন আলমগীর, উপ-ব্যবস্থাপক মো: সাকিব বিন আব্দুল হান্নান, সহকারী ব্যবস্থাপক আল মামুন শেখ, উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম প্রমুখসহ তিতাসের কারিগরি টিমের সদস্যরা।