ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বেরোবিতে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ

আহত আট
বেরোবিতে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত বখাটেদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রংপুর-ঢাকা ও কুড়ি গ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ ও শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় গত মঙ্গলবার রাত ৮টার দিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী তার সহপাঠীসহ চায়ের দোকানে চা পান করছিলেন। সে সময় ওই এলাকার এক বখাটে এসে নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করে। ছেলে শিক্ষার্থী এর প্রতিবাদ করায় দুজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর পার্কের মোড় এলাকার ওই বখাটে যুবক তার কয়েকজন বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে এসে প্রতিবাদকরা শিক্ষার্থীকে মারধর করে আহত করে। শিক্ষার্থীর উপর হামলা চালিয়ে মারধর করে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের হল এবং আশেপাশের মেসগুলো থেকে অন্য শিক্ষার্থীরা পার্কের মোড়ে আসলে বহিরাগতদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এতে ৮ শিক্ষার্থী আহত হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে রংপুর-ঢাকা, রংপুর-কুড়িগ্রাম ও লালমনিরহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে প্রক্টর ফেরদৌস রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পুলিশও চলে আসে ঘটনাস্থলে। এ সময় শিক্ষার্থীরা হামলাকারী বহিরাগত বখাটেকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করেন। এই দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখে। রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হামলাকারী এক যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ব্যাপারে তাজহাট মেট্রোপলিটন থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. আবদুল্লাহ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। মামলার পর জীবন চৌধুরী নামের একজনকে রাতেই গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত