ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে নতুন ডেঙ্গু আক্রান্ত ৪১ জন

মৃত্যু এক
চট্টগ্রামে নতুন ডেঙ্গু আক্রান্ত ৪১ জন

চট্টগ্রামে নতুন করে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ডেঙ্গুতে সেলিনা আকতার (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেঙ্গু এক্সপান্ডেন্ড সিন্ড্রোমে আক্রান্ত হয়ে নগরীর বন্দর এলাকার বাসিন্দা সেলিনা আকতার মারা যান বলে চিকিৎসকরা মৃত্যু সনদে উল্লেখ করেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮ জনের।

চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। অন্যদিকে চলতি বছর থেকে গত মঙ্গলবার পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৯৪ জন। এর মধ্যে নগরীতে ১ হাজার ৩৮১ জন এবং উপজেলাতে ৮১৩ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া চলতি অক্টোবরে আক্রান্ত হয়েছেন ৬৮৯ জন। গত মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪১ জন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে একজন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ৯ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে পাঁচজন এবং নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুইজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত