ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পরীক্ষাগার উন্নীতকল্পে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

পরীক্ষাগার উন্নীতকল্পে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের কনফারেন্স রুমে দুই দিনব্যাপী আইএসও/আইইসি-১৭০২৫ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিএসটিআইয়ের পরিচালক (রসায়ন) ও কোয়ালিটি ম্যানেজার গাজী মো. নুরুল ইসলাম।

প্রশিক্ষণে আরো রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (রসায়ন) ও ডেপুটি কোয়ালিটি ম্যানেজার শরীফ মোহাম্মদ সৈয়দুজ্জামান, সহকারী পরিচালক (রসায়ন) ড. শাহেদ রেজা। এই প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করে। প্রশিক্ষণের সাথে সাথে বর্তমান Laboratory- Internal Audit সম্পন্ন করে আন্তর্জাতিক মানে উন্নতীকরণে প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদান করেন।

রংপুর বিএসটিআই’র উপ-পরিচালক (পদার্থ) ও অফিস প্রধান প্রকৌ: মুবিন-উল-ইসলাম, Laboratory-Accreditation সনদ অর্জনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং পরিচালক (রসায়ন) বিএসটিআই, রংপুরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত