আন্দোলনে নিহত হৃদয়ের লাশ তিন মাস পর উত্তোলন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত থাই গ্লাস মিস্ত্রি মো. হৃদয় (২৭) এর লাশ দাফনের তিন মাস পর ময়নাতন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল রোববার নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেনের উপস্থিতিতে মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় কবরস্থান থেকে লাশ উত্তোলন করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। এসময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন জানান, আদালতের নির্দেশ মোতাবেক লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের সময় গত ২০ জুলাই সন্ধ্যায় কপালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হৃদয়ের।