ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন ঢাকা ওয়াসার এমডি

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন ঢাকা ওয়াসার এমডি

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিষনন্দী পয়েন্টে মেঘনা নদীর পশ্চিম তীরে অবস্থিত ‘গন্ধর্বপুর পানি শোধনাগার’ প্রকল্প গত শনিবার পরিদর্শন করেন। প্লান্টের মূল অবকাঠামো তথা ইনটেক পয়েন্ট, সঞ্চালন লাইনসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং নির্ধারিত সময়ে বাকি কাজ সমাপ্ত হবার আশা প্রকাশ করেন। প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ এ সময় প্রকল্পের সার্বিক বিষয় সম্পর্কে অবহিত করেন। প্রকল্পটি আগামী জুন, ২০২৫ সালে সমাপ্ত হবে। এ প্রকল্প থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। উল্লেখ্য, রাজধানীতে সবার জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ‘পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত