ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)- বাংলাদেশ গত শনিবার ঢাকায় বাণিজ্য অর্থায়নে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ এ. (রুমী) আলী (বাম থেকে দ্বিতীয়) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিসিবি মহাসচিব আতাউর রহমান (সর্ববামে), বিআইবিএমের অধ্যাপক ও ওয়ার্কশপের রিসোর্স পার্সন ড. শাহ মো. আহসান হাবীব (ডান থেকে দ্বিতীয়) এবং আইসিসিবি মহাব্যবস্থাপক অজয় বি. সাহা (সর্বডানে)। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকসহ ২৪টি ব্যাংকের মোট ১১০ জন কর্মকর্তা এবং ইস্টার্ন ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ১৭ জন বাণিজ্যিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত