ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কুসিকের কাউন্সিলরদের পুনর্বহালের দাবি

কুসিকের কাউন্সিলরদের পুনর্বহালের দাবি

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) বিএনপি-জামায়াত সমর্থিত ও নির্দলীয় কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে গতকাল বুধবার নগরীর একটি পার্টি সেন্টারে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারা পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলা-হামলা নির্যাতন ও চরম বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেন। এসব কাউন্সিলরদের দাবি মানা না হলে দেশের ১২টি সিটির সমমনা কাউন্সিলরদের সমন্বয়ে কঠোর কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কুসিকের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান। এ সময় বিএনপি-জামায়াত সমর্থিত কাউন্সিলরগণের মধ্যে বক্তব্য রাখেন কাজী গোলাম কিবরিয়া, রাজিউর রহমান রাজীব, তাহমিনা আক্তার লিন্ডা প্রমুখ।

এ সময় আবদুর রহমান, জাহাঙ্গীর হোসেন বাবুল, রেজাউল করিম, কাজী জিয়াউল হক, মহিবুর রহমান, রুমা আক্তার সাথীসহ সমমনা নির্দলীয় কুসিকের অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত