ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই

গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় পাহাড় থেকে আমেনা বেগম (৩৫) নামে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। সম্প্রতি ঘটে যাওয়া চাঞ্চল্যকর এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজন যুবককে গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম ও পার্বত্য এলাকা খাগড়াছড়ি এবং বাঘাইছড়ির বিভিন্ন এলাকায় টানা ৭২ ঘণ্টার অভিযান শেষে গত বুধবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর মোহাম্মদ দিদারুল ফেরদৌস। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং হাজীপাড়া এলাকার মোহাম্মদ সোলতান আহমেদের ছেলে জাহেদ নাবেদ (৩০) প্রকাশ মো. জাহেদ প্রকাশ নাহিদ ও আনোয়ারা উপজেলার ইরফান (৩২)।

সম্প্রতি তিন দিনের রিমান্ড শেষে আসামি নাহিদ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আদালত নং-৫ চট্টগ্রাম) এর বিচারক ফারদিন মুস্তাকিম তাসিনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে গ্রেপ্তার দুই আসামিকে ম্যাজিস্ট্রেটের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানায়, গত ৩ অক্টোবর দুপুরে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোন কার্যালয়ের পাশে পরিত্যক্ত একটি ইটভাটা থেকে গৃহবধূ আমেনার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, শেয়াল বা কুকুর লাশের কিছু অংশ খেয়ে ফেলায় এবং মরদেহ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত