৭ দফা দাবিতে রংপুরের শ্যামপুরে আখচাষি সমাবেশ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের শ্যামপুর চিনিকলসহ বন্ধ হওয়া সব চিনিকল চালুর দাবিতে বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে আখচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ কৃষক সমিতি রংপুর জেলা কমিটির উদ্যোগে শ্যামপুর হাট ফুটবল খেলার মাঠে এই সমবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমিতি গোপালপুর ইউনিয়ন শাখার সভাপতি কার্তিক চন্দ্র শীল এর সভাপতিত্বে এবং শামছুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কাজী সাজ্জাদ জহির চন্দন, বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোর্স কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ক্বাফী রতন, বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোর্স কমিটির সদস্য, অধ্যাপক মোশাহিদা সুলতানা, কৃষক সমিতি রংপুর জেলা কমিটির সভাপতি, অধ্যাপক আমজাদ সরকার, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, কৃষক সমিতি জেলা কমিটির সদস্য আমিনুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি, শ্যামপুর শাখা কমিটির সম্পাদক মঞ্জিল হোসেন, কৃষকনেতা ফরহাদ হোসেন, কৃষকনেতা শামসুল আলমসহ প্রমুখ।

সমাবেশে বক্তৃতায়, কৃষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড শাহাদাত হোসেন বলেন, বিগত সরকারের দুর্নীতি আর লুটপাটের ফসল হলো দেশের সমস্ত চিনিকল বন্ধ হয়ে যাওয়া। চিনিকল বন্ধের সাথে সাথে হাজার শ্রমিক বেকার জীবন ধারণ করেছে। তারা আজ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে তারা দুস্থের মতো তাদের সংসার জীবন পরিচালনা করছে। তাই অবিলম্বে শ্যামপুর চিনিকলসহ বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে।