ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

লিফট থেকে পড়ে ঢাবি কর্মকর্তার মৃত্যু

লিফট থেকে পড়ে ঢাবি কর্মকর্তার মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস) ভবনের লিফট দুর্ঘটনায় গুরুতর আহত মো. আব্দুল্লাহ (৫০) নামের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেট) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল তিনটার দিকে তার মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিনিয়র সহকারী পরিচালক (হিসাব) হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে লিফট থেকে পড়ে যান তিনি। তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে ঢাবি কর্তৃপক্ষ। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আব্দুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সকালের দিকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে আজ বিকালের দিকে জরুরি বিভাগের ওসেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’ এদিকে ঢাবির এই কর্মকর্তার আহত হওয়ার খবর শুনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্ঘটনার কারণ উদঘাটন ও প্রতিকার বিষয়ে সুপারিশ প্রদানের জন্য উপাচার্যের নির্দেশে তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, কারস-এর পরিচালকের একজন প্রতিনিধি ও প্রধান প্রকৌশলী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। উপ রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ুব আলী কমিটির সদস্য সচিব থাকবেন। কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে। এ ছাড়া, সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস)-এর পরিচালকের নির্দেশনায় চিফ সায়েন্টিস্ট ড. মো. লতিফুল বারীকে আহ্বায়ক, সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আহসান হাবিবকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট পৃথক একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত