ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতের তাগিদ

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতের তাগিদ

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শুধু সহমর্মিতা নয়, তাদের অধিকার নিশ্চিতের তাগিদ দিয়েছেন আলোচকরা। এ লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ সঠিকভাবে বাস্তবায়ন ও তাদের অধিকার রক্ষায় সরকারসহ সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সামাজিক ট্যাবু ও স্টিগমা কাটিয়ে উঠতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তারা। গতকাল শনিবার রাজধানীর মিরপুরে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডোর উপ-ব্যবস্থাপক ফিরোজা খাতুন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে ৪৪টি ধারা এবং ১৬টি তফসিল রয়েছে। এই আইনে ধারা নং ১৬-এ প্রতিবন্ধী জনগোষ্ঠীর ২১টি অধিকারের কথা বলা হয়েছে। এ ছাড়া ১৭ থেকে ২৫ পর্যন্ত ৫টি কমিটি সম্পর্কে বলা হয়েছে এবং কমিটিগুলোর দায়িত্ব ও কার্যাবলী উল্লেখ রয়েছে। এগুলো হলো— জাতীয় সমন্বয় কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, শহর কমিটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত