পলিটেকনিকের রোভার স্কাউটদের পরিভ্রমণ শুরু

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের রোভার স্কাউটদের উদ্যোগে ১৫৩ কিলোমিটার দীর্ঘ একটি পরিভ্রমণে ১ম দিনের যাত্রার সূচনা হয়েছে। গতকাল রোববার সকালে পাঁচ দিনের এই পরিভ্রমণের ১ম দিন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে শুরু করে সুন্দরগঞ্জ, গাইবান্ধা পর্যন্ত চলবে। এতে রংপুর পলিটেকনিকের রোভার স্কাউট গ্রুপের ক ও খ ইউনিটের পাঁচজন রোভার অংশগ্রহণ করছেন। এই উদ্যোগের অংশ হিসেবে রোভার স্কাউট সদস্যরা পথে পথে স্থানীয় আর্থ-সামাজিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং সাধারণ মানুষকে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা, দুর্নীতি প্রতিরোধের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন করবেন। এর পাশাপাশি, প্রকৃতি ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে ব্যক্তিগত এবং সামাজিক অভিজ্ঞতা সমৃদ্ধ করবেন। এই পদযাত্রার মাধ্যমে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অর্জনের লক্ষ্যে তাদের এক গুরুত্বপূর্ণ ধাপ পূরণ হবে।