ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

২০২৩-২৪ শিক্ষাবর্ষ

চুয়েটে স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

চুয়েটে স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়েট উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এএইচ রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নবাগতদের পক্ষে বক্তব্য রাখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তানজিমুল করিম ও ইইই বিভাগের ছাত্রী তাসনিয়া তাবাসসুম। অবিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবু আহমেদ হাসনাত ও মৌসুমী জাহান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সুদীপ কুমার পাল বলেন, নতুন শিক্ষার্থীদের দেশ ও সমাজ পরিবর্তনের জন্য নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এরপর ধাপে ধাপে নিজেদের যোগ্য ও সফল প্রকৌশলী হিসেবে গড়তে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত