ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

ময়মনসিংহে সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে মহানগর যুবদল। এ সময় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি করা হয় ব্লাড গ্রুপিং, ইসিজি ও সুগার টেস্ট পরীক্ষা। গতকাল রোববার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃঞ্চচূড়া চত্বরে টানা ৪ ঘণ্টাব্যাপী চলে এই চিকিৎসাসেবা। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহ শাখার ব্যবস্থাপনায় ১০টি বুথে দুইজন করে মোট ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই চিকিৎসাসেবা প্রদান করেন। এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, কায়কোবাদ মামুন, বিএনপি নেতা রতন আকন্দ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদুল হকসহ যুবদলের সাবেক নেতারা। এ সময় ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেলক হক টুটু’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জল প্রমুখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে বলে জানান মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেলক হক টুটু। এ সময় চিকিৎসা নিতে আসা নগরীর স্টেশন রোড এলাকার একাধিক সেবাপ্রার্থী বলেন, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি না। শুনেছি বিএনপির লোকজন টাকা ছাড়া ডাক্তার দেখাইতাছে। তাই আমরা ডাক্তার দেখাইছি। তারা সুন্দরভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ঔষধ দিছে। এ ছাড়া মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী উদ্যোগে নগরীর টাউন হল মুক্ত মঞ্চে শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত