ঢাকা ২৯ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বীর মুক্তিযোদ্ধা মো. কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বীর মুক্তিযোদ্ধা মো. কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বীর মুক্তিযোদ্ধা মো. কবির প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২৯শে অক্টোবর ২০২৪ সালে নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি ৬৮ বছর বয়সে মারা যান। এ উপলক্ষে তার তেজকুনিপাড়া বাসায় আজ বাদ এশা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মৃত মো. কবির আলোকিত বাংলাদেশ পত্রিকার গ্রাফিক্স ডিজাইনার কারিশমা আক্তার লিনা’র পিতা। মো. কবির ১৯৫৬ সালের ৭ সেপ্টেম্বর বৃহত্তম কুমিল্লা জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর থানার রুসল্লাবাদ ইউনিয়নের রুসল্লাবাদ গ্রামে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রথমে তিনি দেশের অভ্যন্তরে ৭ নম্বর সেক্টর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

কর্মজীবনে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেনাবাহিনী থেকে অবসরে এসে ১৯৯১ সালে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর তিনি শফিক রেহমানের সম্পাদিত সাপ্তাহিক যায়যায়দিনে সার্কুলেশন বিভাগে যোগদান করেন। দীর্ঘদিন যায়যায়দিনে কর্মরত ছিলেন। ২০০৭ সালে দৈনিক যায়যায়দিন থেকে অবসর গ্রহণ করেন। -সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত