বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। গত সোমবার সকালে উপাচার্য হিসেবে যোগদান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বুটেক্সের তিনি। উপাচার্য তার বক্তব্যের শুরুতে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান। শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গ্রাজুয়েট তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। শিক্ষার্থীদের ক্লাস আবাসনের সংকট সমাধান, পূর্ণ বিভাগীয় স্বাধীনতার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের কল্যানে কাজ করার জন্য শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানান। বুটেক্সের শিক্ষক সংকট সমাধানে অতি দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।