ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে বিক্ষোভ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে বিক্ষোভ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর পরিবর্তে ৩৫ করার দাবিতে ফের বিক্ষোভ সমাবেশ করছেন আন্দোলনকারীরা। গতকাল বুধবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ শুরু হয়েছে। ৩৫ প্রত্যাশীদের সমাবেশ সকাল সাড়ে ১০টার শুরু করার কথা থাকলেও পুলিশের বাধার কারণে কিছুটা দেরিতে শাহবাগ মূল চত্বর থেকে টিএসসির দিকে সমাবেশ করছেন শিক্ষার্থীরা। এদিন শাহবাগ জাদুঘরের সামনে বিএনপির যুবদলের একটি সমাবেশ হওয়ার জন্য প্রস্তুতি নিতে দেখা যায়। শাহবাগ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, এখানে আরেকটি সমাবেশ শুরু হবে, তাই বিশৃঙ্খলা এবং জনভোগান্তির কথা বিবেচনা করে তাদেরকে টিএসসির দিকে সরে সমাবেশ করতে বলা হয়েছে। এ সময় ৩৫ প্রত্যাশীরা জানান, তারা শাহবাগ থানা থেকে সমাবেশের অনুমতি নিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, সমাবেশের আবেদন করা হলেও অনুমতি দেয়া হয়নি। ‘এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, দিয়েছিতো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, সরকারি চাকরির বয়স ৩৫ করতে হবে, করতে হবে’ বলে সমাবেশ থেকে স্লোগান দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত