ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নতুন ভাইস চ্যান্সেলরের সাথে চুয়েট পরিবারের শুভেচ্ছা বিনিময়

নতুন ভাইস চ্যান্সেলরের সাথে চুয়েট পরিবারের শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া চুয়েট পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার ১২ টায় থেকে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩টায় একাডেমিক কাউন্সিল কক্ষে উপাচার্য মহোদয়ের সাথে সব ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং অফিস প্রধানগণের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময়কালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন. আমি বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি বৈষম্যবিরোধী আন্দোলনে বীর শহীদদের প্রতি। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি এই আন্দোলনে হতাহতদের, আত্মত্যাগকারীদের। এই নতুন বাংলাদেশ যাদের অবদানে পেয়েছি তাদের অবদান আমরা কখনো ভুলবো না। একটি বৈষম্যহীন, সুন্দর পরিবার হিসেবে আমরা চুয়েট-কে এগিয়ে নিতে চাই। বিশেষভাবে, শিক্ষা-গবেষণায় চুয়েটকে বিশ্বমানের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করতে চাই।

বৈষম্যমুক্ত ও যৌক্তিক পদক্ষেপের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে সবার সহযোগিতায় আমি এগিয়ে নিতে আগ্রহী। আমার বিশ্বাস, সবাই মিলেমিশে কাজ করলে তা মোটেই অসম্ভব নয়। আমি অগ্রাধিকার ভিত্তিতে দুটি বিষয় সকলের সহযোগিতায় এগিয়ে নিতে চাই। এই দুটির ব্যাপারে শিক্ষার্থীদের দাবিও রয়েছে। প্রথমটি হলো- বিশ্বমানের শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে চুয়েটকে গড়ে তোলা। এ জন্য গঠনমূলক ও সময়োপযোগী পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে। দ্বিতীয়টি হলো-ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নেয়া। ছাত্র সংসদ থাকলে আরো বিবিধ উন্নয়ন-অগ্রগতি আসতে পারে। সবাই একমত থাকলে এবং সহযোগিতা করলে এই দুটি কাজ দ্রুত সম্পাদন করা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত