ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আদালতের আদেশ অমান্য করে ইট বিক্রির অভিযোগ

আদালতের আদেশ অমান্য করে ইট বিক্রির অভিযোগ

বানারীপাড়ায় এ বি সি ব্রিক ফিল্ডে আদালতের আদেশ অমান্য করে ইট বিক্রি দেয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সকাল থেকে প্রতিপক্ষ সাবিনা ইয়াসমিনের লোকজন বানারীপাড়ার কাজলাএলাকার ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের এ বি সি ব্রিক ফিল্ড থেকে ইট বিক্রি করে দেয়। দুপক্ষের মধ্যে উত্তেজনার খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে গিয়ে জানা যায় এবিসি ব্রিক ফিল্ডের সম্পত্তির স্বত্বাধিকারী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে তার সহধরভাই মৃত ছালাম গুলুন্দাজ এর স্ত্রী সাবিনা ইয়াসমিনসহ চারজনকে বিবাদী করে মামলা দায়ের করেন মামলা নং- ৪৭/২০২৪ এরপরিপ্রেক্ষিতে আদালত বানারীপাড়া অধীনে জেল ১২নং কাজলা হার মৌজায় এস এ ৫৬/১০০/১৪১/৪০/৪৩/১৩৩/১৩৭/১৩১/১৩১/১৩৯/১৩৮/১৪০ সহ আরো তফসিল ভুক্ত সম্পত্তির উপরে বিবাদী সাবিনা ইয়াসমিন সহ মামলার ওপর চারবিবাদী কে উপরোক্ত তফসিলভুক্ত সম্পত্তিতে আদালত বারিদ করে বিবাদীদের বিরোধীয় সম্পত্তিতে প্রবেশে নিষেধ করে সকলকার্যক্রম স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে নোটিশ জারি করেন যা তিনি ৩০/১০/২০২৪ তারিখে নিজ হাতেস্বাক্ষর করে গ্রহণ করেন। কিন্তু আজ ৩১/১০/২০২৪ সাবিনা ইয়াসমিন ব্রিক ফিল্ডে গিয়ে কার্যক্রম পরিচালনা করেন এবং ইট বিক্রি করেন এমনঅভিযোগের ভিত্তিতে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন এর লোকজন ব্রিক ফিল্ডে গিয়ে ঘটনা সত্যতা জানতে পেরে তাতে বাঁধাপ্রদান করেন এবং উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে বানারীপাড়া থানার এসআই কমল তার স্বর্গীয় ফোর্সনিয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার এবং আদালতের আদেশ মান্য করার জন্য অনুরোধ করেন। তিনি বলেনযেহেতু এই সম্পত্তির উপর আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন তা সবাইকে মান্য করতে হবে আইন অমান্য করলে আমরাবিধি অনুযায়ী আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব। এ ব্যাপারে সাবিনা ইয়াসমিনের কাছে জানতে চেয়ে তার মুঠো ফোনে ফোনকরলে তিনি ফোনটি রিসিভ করেননি। তবে তার পূত্র রাব্বি গোলন্দাজ ইট ভাটা থেকে ইট বিক্রি করে দেয়ার বিষয়টি স্বীকারকরে বলেন, দু পক্ষের সমঝোতায় ইট বিক্রি করেছেন। তবে সমঝোতা হলে বাদীপক্ষ কেন আপত্তি জানাবেন এমন প্রশ্নের কোনসদোত্তর দিতে পারেন নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন আমরা জানি ব্রিক ফিল্ডের সম্পত্তি ক্যাপ্টেন এমমোয়াজ্জেম হোসেনের এবং তিনি তার নিজ সম্পত্তিতে স্থায়ী নিষেধাজ্ঞ এনেছেন কিন্তু সাবিনা ইয়াসমিন তাতে কোন কর্ণপাত নাকরে দিনে রাতে এখান থেকে ইট সরিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগকরা হলে তিনি বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আদালত ওই জমিতে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আমি আইনেরসহযোগিতা নিয়েছি আমি আইনি ভাবেই সমাধান চাই। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইন চার্জ মো. মোস্তফা বলেন, ট্রিপল লাইনে কল পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশপাঠিয়েছিলাম। কোনো পক্ষ আমাদের কাছে অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত