ঢাবি কোষাধ্যক্ষের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ঢাকাস্থ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) সিনিয়র রিপ্রেজেন্টেটিভ কোমোরি তাকাশি-এর নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী’র সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জাইকার রিপ্রেজেন্টেটিভ ইহা চিনাতসু এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার আলীমূল হাসান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা জাইকার আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রী হল নির্মাণ, ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।