ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি

চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি

শীতের সময় ঘনিয়ে এসেছে। শীতের আগাম সবজিতে ভরে উঠছে বন্দরনগরীর বাজার। ধীরে ধীরে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। বিগত বেশ কয়েক সপ্তাহের বাজার বিশ্লেষণ করলে দেখা যায় শীতকালীন সবজিসহ বেশ কিছু সবজির দাম নিম্নমুখী। অক্টোবরের চতুর্থ সপ্তাহে ১০ সবজির দাম কমার পর এরিমধ্যে দাম কমেছে আরো ছয় সবজির। দাম কমার তালিকায় রয়েছে করলা, কাঁচা মরিচ, গাজর, শিম, মিষ্টি কুমড়া ও পটল। নানামুখী অর্থনৈতিক সংকটের মধ্যে সবজির দাম কমায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। গতকাল শুক্রবার নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজির দেউরিসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম কমেছে ছয় ধরনের সবজির। এর মধ্যে ১০ টাকা কমে করলা ১৩০, ৪০ টাকা কমে কাঁচা মরিচ ১৬০, ২০ টাকা কমে গাজর ১৬০, ৪০ টাকা কমে শিম ১৬০ টাকা, ১০ টাকা কমে মিষ্টি কুমড়া ও পটল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে বরবটি ৮০, কাঁকরোল ১২০, শসা ৫০-৬০, আলু ৬০, লাউ ৪০-৫০, চিচিঙ্গা ৬০, ফুলকপি ১৩০, বাঁধাকপি ৮০, বেগুন ১০০, টমেটো ১৬০, মুলা ৮০, ছরা ৬০, ঝিঙে ৮০ এবং পেঁপে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নগরে। এর বাইরে পেঁয়াজ জাতভেদে ৯০ থেকে ১১০, রসুন ২২০ এবং আদা ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত