যুক্তরাষ্ট্র সফরে গেলেন ঢাবি উপাচার্য
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান যুক্তরাষ্ট্র সফরে গেছেন। গতকাল শনিবার ভোরে ৫-দিনের এক সফরে যুক্তরাষ্ট্র গমন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস্’-এর আমন্ত্রণে তিনি এই সফর করছেন।
সফরকালে উপাচার্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস্’-এর ‘ইউএস ইলেকশন প্রোগ্রাম’-এ অংশগ্রহণ করবেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আগামী ৬ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।