শিক্ষার্থীদের সাধুবাদ

ভর্তি পরীক্ষা নিয়ে নতুন ভাবনা ঢাবির

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঢাবি প্রতিনিধি

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার লিখিত অংশ নিজস্ব ক্যাম্পাসে নেয়ার চিন্তাভাবনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভর্তি প্রক্রিয়া সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। এ বিষয়ে গতকাল কমিটির একাধিক সদস্যের সাথে কথা আলোকিত বাংলাদেশের। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ হতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরের সংশ্লিষ্ট সাতটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অনুষ্ঠিত হবে।

বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, ‘চারুকলা ইউনিট’ এবং আইবিএ ইউনিট ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, ‘সাধারণ ভর্তি কমিটির সভায় এ বিষয়ে প্রস্তাবনা এসেছে। এ জন্য একটা কমিটিও করে দেয়া হবে।

সেখানে এ প্রস্তাবের ভালো-মন্দ দিক আলোচনা হবে। আলোচনার পর ভালো মনে হলে আগামী বছর থেকে আমরা এ পদ্ধতিতে যাবো।’ নাম প্রকাশে অনিচ্ছুক ভর্তি কমিটির এক সদস্য বলেন, ভর্তি পরীক্ষাকে আরো স্বচ্ছ করার লক্ষ্যে এ চিন্তা করা হয়েছে। যেহেতু লিখিত পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ, সেটাতে যেন কোনো ধরনের প্রশ্ন না আসে, সে জন্য এ প্রস্তাবনা এসেছে। এক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সবাই অংশগ্রহণ করতে পারবে কী না কিংবা নির্দিষ্ট নম্বরের ভিত্তিতে অংশগ্রহণ নির্ভর করবে, সে বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে। তবে লিখিত অংশ ঢাবিতে হলেই ভালো হবে বলে মনে করি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। হুজাইফা নামের বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী আলোকিত বাংলাদেশকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এমন পদ্ধতিতে আরো বেশি স্বচ্ছতা আসবে বলে আমি মনে করি। এ ছাড়া একসাথে এমসিকিউ ও লিখিত পরীক্ষার কারণে অনেক শিক্ষার্থী ভালো প্রস্তুতি নেয়ার পরেও মানসিক চাপে পরীক্ষায় খারাপ করে এই জিনিসটাও তখন অনেকটাই কমে আসবে।’

উল্লেখ্য, আজ থেকে ঢাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে, চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ বছর ভর্তি পরীক্ষার আবেদন ফি ধরা হয়েছে ১ হাজার ৫০ টাকা। আগামী ৩ জানুয়ারি আইবিএ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।

এরপর ৪ জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫টি ইউনিটে ভর্তিতে এবারের আসন সংখ্যা ৬ হাজার ১৩৫টি।