ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টুকরো খবর

বিনামূল্যে চক্ষু রোগীর স্ক্রিনিং

বিনামূল্যে চক্ষু রোগীর স্ক্রিনিং

বেসরকারি এনজিও, আরডিআরএস আয়োজিত একটি বিনামূল্যে চক্ষু শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী চক্ষু রোগীর স্ক্রিনিং করে। গত রোববার দিনব্যাপী এটি স্ট্রোম ফাউন্ডেশনের সহায়তায় সংস্থার দ্বারা বাস্তবায়িত একটি প্রকল্প। অর্ধদিনব্যাপী চক্ষু শিবিরের ভেন্যু ছিল চানপুর শোংলাপ সেন্টার (কিশোরীদের জন্য একটি ক্লাব), মিঠাপুকুর। আর ডি আর এস প্রকল্পটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় আদিবাসী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে।

গ্রামীণ আদিবাসীদের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে এই ক্যাম্পের আায়োজন করা হয়। আরডিআরএস আই কেয়ার সেন্টার, লালমনিরহাটের চক্ষু বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম এই ক্যাম্পে চিকিতৎসা এবং প্রয়োজনীয় সমস্ত প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। ক্যাম্পে মোট ১২১ জন (পুরুষ ২৪, মহিলা ৯৭) চক্ষু রোগীর পরীক্ষা করা হয়।

এ ছাড়া ১৫ জন ছানি রোগী (পুরুষ ৫, মহিলা ১০) শনাক্ত করে ছানি অপারেশনের জন্য লালমনিরহাটের আরডিআরএস চক্ষু হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত