৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। গতকাল সোমবার সকালে ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজিসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহীর দাশপুকুর, সিটি বাইপাস মোড়ে এই বিক্ষোভ করেন। প্রথমে শিক্ষার্থীরা ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের দাশপুকুর এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এসময় মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে রিকশা-অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য ছোট যানবাহনগুলো ভেতরের অলিগলির রাস্তা দিয়ে চলে যায়। বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনকারীরা বলেন, আমাদের ৬ দফা দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া পাইনি। আমরা আশা করি, সরকার আমাদের দাবিগুলো মেনে নিবে। আর যদি না মানা হয় তাহলে সারা দেশের শিক্ষার্থীরা একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।