বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন- আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় শপথের কর্মী হিসেবে প্রত্যেক রুকন ভাই-বোনদেরকে শপথের দাবি পূরণে সেবকের ভুমিকায় এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার সকালে তিনি স্থানীয় টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে একথা বলেন। মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী প্রমুখ।
প্রধান অতিথীর বক্তব্যে মাওলানা হালিম বলেন- সমাজে ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আল কোরাআনের আইন প্রতিষ্ঠা করতে আনুগত্য আর শৃংখলা মেনে চলবো। তিনি বলেন, আমরা মালিক বা নেতা নই, আমরা সেবক। তাই সব প্রতিকুল পরিবেশ ডিঙিয়ে ইসলামী আন্দোলনের কাজে আঞ্জাম দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।