ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

স্বাস্থ্যবিষয়ক ক্যাম্পেইন চালু করলো যুক্তরাষ্ট্র

স্বাস্থ্যবিষয়ক ক্যাম্পেইন চালু করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ‘Healthier in Motion: গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। যার লক্ষ্য বাংলাদেশের নারী ও তরুণদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যকে উৎসাহিত করা। এই ক্যাম্পেইন নারীদের নিজেদের সুস্বাস্থ্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে যে সামাজিক প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলোকে মোকাবিলা করবে এবং একটি সহায়ক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে তাদের সমান সুযোগ পেতে উৎসাহিত করবে। ইউএসএআইডি মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান বলেন, সমাজের পূর্ণ সম্ভাবনা অর্জনের জন্য আমাদের সবারই ভূমিকা রাখতে হবে। যেন নারীরা, কিশোরী মেয়েরা এবং তরুণ সমাজ তাদের শিক্ষা সম্পন্ন করার, খেলাধুলায় অংশগ্রহণ করার, কিংবা নিজেদের স্বপ্ন পূরণের জন্য সমান সুযোগ পায়। যেন তারা সবচেয়ে ভালো জীবনযাপন করতে পারে। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক এবং ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর নিগার সুলতানা জ্যোতি খেলাধুলায় সাফল্য অর্জনে চ্যালেঞ্জ মোকাবিলার অনুপ্রেরণাদায়ক যাত্রা সম্পর্কে জানান। তিনি বলেন, খেলাধুলা আমাকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করেছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত