ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বোস-আইনস্টাইন তত্ত্বের শতবার্ষিকী

ঢাবির চার দিনব্যাপী আয়োজন

ঢাবির চার দিনব্যাপী আয়োজন

বোস-আইনস্টাইন তত্ত্বের শতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ এবং বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেসের যৌথ উদ্যোগে ৭-১০ নভেম্বর ‘সেনটেনিয়াল সেলিব্রেশন অব বোস- আইনস্টাইন স্ট্যাটিসটিকস: এ লিগেসি অব ঢাকা’ শীর্ষক ৪ দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হবে।

এতে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসহ আমেরিকা, ব্রাজিল, ভারত, পাকিস্তান ও নেপালসহ বিভিন্ন দেশের প্রায় ৩০ জন বিদেশি স্কলার। কনফারেন্স স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ী বিজ্ঞানী উইলিয়াম ডেনিয়েল ফিলিপস। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আয়োজনের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা। অধ্যাপক সাইমা হক বিদিশা বলেন, এটি খুবই ভালো উদ্যোগ, আমরা সব সময়ই এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। আরো বেশি এই ধরনের আয়োজনের বিষয়ে আমরা আশাবাদী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত