বাংলাদেশকে শক্তিহীন রাষ্ট্রে পরিণত করার জন্যই পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে পিলখানা হত্যার পুনঃতদন্ত, ষড়যন্ত্রকারীদের সেনা আইনে বিচার ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবিতে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মিশনসহ বিশ্বের বিভিন্ন দেশে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার সম্মান কুড়িয়ে আনে বলে সার্বভৌমত্ব বিরোধীরা পরিকল্পিত হত্যাযজ্ঞের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পিলখানা হত্যাকাণ্ডের মত ঘৃণ্য আর লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে। যা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। বিডিআর বিদ্রোহের নামে সুপরিকল্পিতভাবে দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে বাংলাদেশকে শক্তিহীন রাষ্ট্রে পরিণত করার জন্য।