ঢাবির প্রো-উপাচার্যের সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাকেশি ইমোতোর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি নিউক্লিয়ার ও রেডিয়েশন বিশেষজ্ঞদল গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন জাপান পরমাণুু শক্তি সংস্থার প্রিন্সিপাল রিসার্চার ড. আকিহিরো সাকোদা, জেনারেল ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ড. মাসাশি কানামোরি এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট রিসার্চার ড. মাহমুদুল হাসান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আফরোজা শেলী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টোকিও বিশ্ববিদ্যালয়সহ জাপানের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।