ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শিল্পকলায় ১০ দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

শিল্পকলায় ১০ দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১০ দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ শীর্ষক এ অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীরা অংশ নেন। গত ২২ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালার কোর্স প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) সাজ্জাদ হোসেন। কর্মকর্তাদের সরকারি ক্রয় প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পাদন করার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর বিভিন্ন আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর বিভিন্ন বিধিমালাসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের দক্ষতা বাড়াতে ১০ দিনের এ প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক, নাট্য নির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার কোর্স পরিচালক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এএফএম নুরুর রহমান এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর আব্দুল মুনিম তরফদার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত