চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করেছে। এতে টানা কয়েক মাসের অস্থিরতা কিছুটা কমেছে। শীতকালীন শাক-সবজির আসতে শুরু হওয়ায় নগরীর কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। তবে বেড়েছে আলু, পেঁয়াজসহ আদা-রসুনের দাম। এদিকে, গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ব্রয়লার মুরগি দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। ডিমের দামও ফিরেছে কিছুটা স্বস্তি। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পর্যাপ্ত সবজি আসতে শুরু করেছে। এর ফলে বেশিরভাগ সবজির দাম কমেছে। তবে পুরাতন আলুর দাম অব্যাহতভাবে বেড়েই চলেছে। নতুন আলু না আসা পর্যন্ত আলুর দাম বাড়তি থাকবে বলেও জানান ব্যবসায়ীরা। নগরীর চকবাজারের সবজি ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম জানান, বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করেছে। বেশকিছু সবজির দাম কমেছে। আরো কিছু সবজির দাম কমবে। নতুন আলো এখনো বাজারে আসেনি তাই আলুর দাম একটু বেশি। গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে ডজন প্রতি ফার্মের মুরগির বাদামি ডিম ১৪৪-১৫০ টাকা, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮৫-১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৯০-৩০০ টাকা ও গরুর মাংসের কেজি ৭০০ টাকা বিক্রি হচ্ছে। বাজার চাষের শিং মাছের কেজি ৩৫০ থেকে ৫০০ টাকা, রুই ৩৫০-৪০০ টাকা, দেশি কৈ ৭০০ টাকা, দেশি ট্যাংরা ৫০০ টাকা, পাঙ্গাস ২২০-২৫০, তেলাপিয়া ২৫০-২৮০ টাকা ও পাবদা ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সাবের হোসেন নামের এক ক্রেতা জানান, বাজারের পরিস্থিতি আগের তুলনায় ভাল। সবজির দাম কিছুটা কমেছে।