চবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পেছনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নুর করিম সাদ চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, ভুক্তভোগী সাদ পরিবহন দপ্তর অতিক্রম করার সময় কয়েকজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত সন্ত্রাসী কায়দায় তাকে সিএনজিতে তুলে চোখ বেধে নেই। এরপর তাকে জীববিজ্ঞান অনুষদের পিছনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতি টের পেয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডি তাকে উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এই ঘটনায় জিরো পয়েন্টের মূল ফটক আটকে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে ফটক খোলেন তারা। জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী চবি ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের কর্মী হিসেবে সোহরাওয়ার্দী হলে থাকতেন। তবে ছাত্রদলের নেতারা সাদকে তাদের কর্মী বলে দাবি করেছেন। এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, শিক্ষার্থী এবং পরিবারের উপস্থিতিতে চিকিৎসা পর্ব শেষে তাকে পরিবারের কাছে তুলে দিয়েছি। সে পরিবারের সাথে বাড়ি চলে গেছে।