ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল রোবো ফেস্ট’
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উদ্যোগে ন্যাশনাল রোবো ফেস্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দেশের ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২৬টি দলের ২ হাজারেরও বেশি শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত ৭ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব চলে ঢাকায় আফতাবনগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এবারের রোবো ফেস্টের প্রধান আয়োজনগুলোর মধ্যে ছিল- প্রোগ্রামিং হিরো প্রেজেন্টস ন্যাশনাল হ্যাকাথন, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড আইটি অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেস, রোবট এক্সিবিশন, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, কেস সল্ভিং এবং ‘শিল্পে টেকসই এআই ৫.০’ নিয়ে গোলটেবিল আলোচনা। সেইসাথে ছিল শিক্ষার্থীদের জন্য উত্তেজনাপূর্ণ বিভিন্ন গেমিং পর্ব; যেমন স্পোর্টস রাইভালস, লাইন ফলো রোবো চ্যালেঞ্জ, রোবো সকার। ন্যাশনাল রোবো ফেস্টের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ড সদস্য ড. খলিলুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ ওয়াই এম মোস্তফা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উপদেষ্টা, অধ্যাপক ড. আহমেদ ওয়াফিস রেজাসহ আরো অনেকে।