ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বদিউজ্জামান হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে দশটায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে প্রেরণ করে।

মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট সকালে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন প- করতে ককটেল বিস্ফোরণ সহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন বদিউজ্জামান। পরে গুরুতর অবস্থায় তাকে সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর নিহত বদিউজ্জামানের স্ত্রী আদুরি বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত