ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি

এবার ক্লাস ও পরীক্ষা বর্জনের হুমকি তিতুমীর শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি
এবার ক্লাস ও পরীক্ষা বর্জনের হুমকি তিতুমীর শিক্ষার্থীদের

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ হিসেবে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা ‘ডেথ অব এডুকেশন’ কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় ‘তিতুমীর ঐক্য’ নামের ব্যানারে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা শহীদ মামুন চত্বর থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজের মূল ফটকের সামনে এসে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে। মিছিলে তাদের স্লোগান ছিল ‘শিক্ষা-শিক্ষা-শিক্ষা চাই, শিক্ষা ব্যবস্থার সংস্কার চাই’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না-মানবো না’ ইত্যাদি।

‘তিতুমীর ঐক্য’ সংগঠন থেকে জানানো হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের ৩ দফা দাবির বিষয়ে রাষ্ট্রপক্ষ আলোচনায় না বসলে অদূরে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করতে বাধ্য হবে। সেই সাথে সরকারি তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ হিসেবে রূপান্তরের লক্ষ্যে শিক্ষার্থীদের ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি চলমান থাকবে।

তারা আরো বলেন, সাধারণ শিক্ষার্থীরা যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষ ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিকট তাদের যৌক্তিক দাবি জানানোর পরও যখন কর্তৃপক্ষ কোনো সাড়া না দেয় তখন শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয়। শিক্ষার্থীরা জানান, আমরা তিতুমীরকে এককভাবে বিশ্ববিদ্যালয় চাই। শিক্ষার মান বাড়াতে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় রুপান্তরের বিকল্প নেই। আমরা প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, রাষ্ট্রপতি, ইউজিসি থেকে শুরু করে প্রতিটি গণমাধ্যমে আমাদের দাবিগুলো পৌঁছে দিয়েছি এবং যৌক্তিক কারণগুলো তুলে ধরেছি। কিন্তু যৌক্তিক দাবি জানানোর পরও এখন পর্যন্ত কর্তৃপক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে এবং তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত