গণঅভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি এমন দাবি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন অন্তর্বর্তী সরকারও চায়, তবে এর আগে সংস্কারকে গুরুত্ব দেয়া হচ্ছে। গতকাল সোমবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই সরকারই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে কী না তা বলা যাবে সুপারিশ জমা হওয়ার পর। তিনি আরো বলেন, ডিসেম্বরে সংস্কার কমিশন সুপারিশ জমা দেবে। এই সরকারের তিন মাস হয়েছে মাত্র। রাজনৈতিক দলগুলোও এখনই নির্বাচন চাচ্ছে বলে মনে হয় না। এর আগে তিনি জানান, অবৈধভাবে শেখ মুজিব জনপ্রশাসন একাডেমির জন্য কক্সবাজারে ৭০০ একর বনভূমি বরাদ্দ দেয়া হয়েছিল। পরিবেশ মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে ভূমি মন্ত্রণালয় এই বরাদ্দ বাতিল করেছে।