তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ শনাক্ত ও উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুরসহ বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে গত ১০ নভেম্বর কেরানীগঞ্জ, ফতুল্লা ও গাজীপুর এলাকায় তিনটি শিল্প ও ৬১টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত অভিযানে মোট ৭,০০৪টি অবৈধ গ্যাস সংযোগ ও ১৯,৫৬৯টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে দৈনিক ৫৩, ৩৮, ৯৩৭ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে এবং যার আর্থিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এছাড়া, ৪০ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।