ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গুলিস্তানে শহীদ মতিউর পার্কে অভিযান

হকারদের ৫০০ গাড়ি জব্দ
গুলিস্তানে শহীদ মতিউর পার্কে অভিযান

রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গতকাল মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। এতে অন্তত ৫০০ গাড়ি জব্দ করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা যায়, গতকাল সকাল ১১টা থেকে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল। কিন্তু অভিযানের খবর আগেভাগেই জেনে যায় হকাররা। পরে তাদের ভ্যান ও গাড়িগুলো পার্শ্ববর্তী পার্কে লুকিয়ে রাখে। পুলিশ বাইরে অভিযান না চালিয়ে পার্কে অভিযান চালিয়ে এসব গাড়ি জব্দ করেছে। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার নজমুল হাসান বলেন, গুলিস্তানে আমরা দিনে চারবার অভিযান চালাই। কিন্তু অভিযানে এসে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না। পরবর্তীতে আমরা তথ্য পাই অভিযানে আসলে হকাররা গাড়িগুলো গুলিস্তানে শহীদ মতিউর পার্কে এনে রাখে। অভিযানিক দল চলে গেলে তারা আবারও রাস্তায় চলে আসত। পরবর্তীতে আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতায় আজ গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত