ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ইজতেমার কারণে ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ইজতেমার কারণে ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বোধবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি আলোকিত বাংলাদেশকে নিশ্চিত করেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এ ছাড়া পূর্ব সময়সূচি অনুযায়ী বাকি ইউনিটগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ব ইজতেমার কারণে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা পেছানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাকি পরীক্ষাগুলোর সময়সূচি ঠিক থাকবে।’ এর আগে, গত ৪ নভেম্বর দুপুর ১২টা ১ মিনিট থেকে আবেদন শুরু হয়। অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার সব ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা। তবে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত