বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ময়মনসিংহের প্রথম শহীদ কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগরে কবর জিয়ারত করেছেন নতুন বিভাগীয় কমিশনার মো. মোকতার আহমেদ। এ সময় তিনি শহীদ পরিবারসহ আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। গতকাল বুধবার দুপুর ২টায় নগরীর আকুয়া কবরস্থানে জিয়ারত শেষে নতুন কমিশনার এই প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি শহীদ সাগরের বাবা আসাদুজ্জামানের সঙ্গে সৌজন?্য সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, এ ঘটনায় সমবেদনা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমরা আজকে যে পজিশনে এসেছি, ওদের জন্যই এসেছি। তাদের সহযোগিতার জন্য সরকারি ভাবে যা দরকার আমারা তাই করব। আমি ময়মনসিংহ মেডিকেলে আহতের চিকিৎসার খোঁজ খবর নিয়েছে। তাদের অনেকের চিকিৎসা এখানে সম্ভব না। তাদের ঢাকায় পাঠানো জন্য আমরা ব?্যবস্থা গ্রহণ করব। এ সময় শহীদ সাগর হত্যা মামলা প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, আমি সদ?্য যোগদান করেছি। মামলা বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান বিভাগীয় কমিশনার।