যানজট নিরসনে যৌথ অভিযান
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ বাসস্ট্যান্ড-কাউন্টার অপসারণ এবং অবৈধ যান চলাচল বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, সেনাবাহিনী ও জেলা পুলিশ প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় শহরের লিংক রোড থেকে শুরু করে চাষাড়া মোড় ও বঙ্গবন্ধু সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) মো. আব্দুল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় শহরের সড়কে চলাচলকারী বেশকিছু ফিটনেস বিহীন বাস, ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশা, মোটরসাইকেল, ইজিবাইক আটক ও ডাম্পিং করাসহ হেলমেট বিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়াও শহরের চাষাড়া, লিংক রোডে অবৈধ কাউন্টার ও স্ট্যান্ড সরিয়ে নেয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, অভিযানে যে সব যানবাহনের কাগজপত্র নেই সেগুলোকে ডাম্পিং করা হচ্ছে এবং কিছু কিছু যানবাহনকে মামলা দেয়া হচ্ছে এবং অটোরিকশাগুলোকে জরিমানার আওতায় আনা হচ্ছে।