বাউবি ও ইউনিসেফ

দক্ষতা বৃদ্ধি বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

তরুণদের কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা বাড়াতে জীবনমুখি নানা প্রশিক্ষণ সম্পর্কে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি ও ইউনিসেফের শিক্ষা বিষয়ক প্রতিনিধি দলের সাথে একটি দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বাউবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এবং ইউনিসেফের পক্ষে ছিলেন এডুকেশন চিফ দীপা শংকর, এডুকেশন ম্যানেজার ইকবাল হোসেন, এডুকেশন ন্যাশনাল কনসালটেন্ট দিদারুল আনাম চৌধুরী, শিক্ষা বিশেষজ্ঞ শামীমা সিদ্দিকী, শিক্ষা অফিসার রুবাইয়া মনজুর। গত বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উঠে আসে বাউবির শিক্ষার্থী- শিক্ষাক্রমের মৌলিক দর্শন এবং ইউনিসেফের লক্ষ্য ও উদ্দেশ্য। এই দুটি প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতায় খুব শিগগির দেশের ১৫ থেকে ২৪ বছরের যুবকদের অনলাইন এ প্রশিক্ষণের আওতাভুক্ত করা হবে।