খানাখন্দে ভরা আদমজী ইপিজেড-চাষাড়া সড়ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মোশতাক আহমেদ শাওন, নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে আদমজী ইপিজেড হয়ে চাষাড়া পর্যন্ত ১২ কিলোমিটারের সড়কটি নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এখানে আদমজী ইপিজেড, ডিপিডিসির কার্যালয়, সিদ্ধিরগঞ্জ সাইলো, সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন, সিদ্ধিরগঞ্জ থানা, র‌্যাব-১১ এর সদর দপ্তর, নৌ ও শিল্প পুলিশ সুপারের কার্যালয়, আদমজী ফায়ার সার্ভিস, সিদ্ধিরগঞ্জ টেলিফোন অফিস, পদ্মা ও মেঘনা ডিপোসহ সড়কের দুপাশে অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অবস্থিত থাকায় মানুষজনের যাতায়াত তুলনামূলক বেশি। গুরুত্বপূর্ণ এ সড়কটির অনেকাংশে পিচ ঢালাই উঠে অসংখ্য খানাখন্দে সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত। সামান্য বৃষ্টিতেই সড়কটির বিভিন্ন স্থানের খানাখন্দের ভেতর পানি জমে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটতে দেখা গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষদের। এর ফলে সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহনগুলোকে চলতে হচ্ছে এঁকেবেঁকে।

যা গাড়ি চালকদের জন্যে ঝুঁকিপূর্ণ। মূলত রোগী নিয়ে এই সড়কে দিয়ে চলাচল করা অনেকটা অসম্ভবের পথে। সরেজমিনে দেখা যায়, সড়কটির সিদ্ধিরগঞ্জ পুল, আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ থানা, চৌধুরীবাড়ি, আইট স্কুল এলাকায় মডেল গার্মেন্ট ও হাস প্রজনন খামারের সামনের অংশে ভয়াবহ অবস্থার দেখা মিলেছে। বিশেষ করে আইট স্কুল এলাকায় মডেল গার্মেন্ট ও হাস প্রজনন খামারের সামনের অংশ ও ইপিজেড অংশে থেকে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের সামনের সৃষ্ট গর্ত বেশ বড় আকারধারণ করেছে। তাই সেখান দিয়ে ছোট-বড় যানবাহনগুলোকে পারাপারে অনেক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। এ জন্য যানবাহনের ধীরগতির কারণে সৃষ্টি হয় যানজট। ভোগান্তি পোহাতে হয় মানুষদের। বেহাল সড়কের কারণে দুর্ঘটনার শঙ্কা নিয়েই যাত্রীদের এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে।জানা গেছে, বর্তমানে এই সড়ক দিয়ে প্রতিদিন গড়ে দেড় হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশাসহ শত শত বাস, ট্রাক, পণ্যসামগ্রী পরিবহন, তেলের লরি চলাচল করে। কিন্তু সড়কটি চলাচলের পুরো অযোগ্য হয়ে যাওয়ায় যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা করা হচ্ছে।

তথ্যমতে, সড়কটির সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে পাঠানটুলী এলাকা অংশ পর্যন্ত নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর অধীনে। আর পাঠানটুনী এলাকা হতে নারায়ণগঞ্জ সদরের চাষাঢ়া এলাকা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের আওতায়। এই সড়ক দিয়ে চলাচলকারী কয়েকজন যাত্রী জানান, এতো গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কর্মজীবিদেও কর্মস্থলে যাতায়াতে অনেক কষ্ট করতে হয়। তাই অতি দ্রুত সড়কটির সংস্কার দাবি জানায় তারা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, সিটি কর্পোরেশনে আওতাধীন অনেকগুলো সড়কের সংস্কার কাজের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি দ্রুত আইট স্কুল সংলগ্ন হাসের খামারের সামনের সড়কটি সংস্কারের কাজ করা হবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সহজ) এর নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, আপাতত আদমজী এলাকায় সৃষ্ট বড় বড় খানাখন্দ সাময়িক সময়ের জন্য সংস্কার করে দিচ্ছি। এ কাজের জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। খুব শিগগিরই সড়কটির সংস্কারের কাজ শুরু হবে।